চলতি বছরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় এবার অংশ নিয়েছে ১লাখ ৬ হাজার ২৯৮ জন। তার মধ্যে পাশ করেছে ৭৪ হাজার ১২৫ জন।
উপজেলার সর্ব উত্তরে উপকূলীয় এলাকা রাজাখালীতে সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। যা ১৯৭১সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। পর্যায়ক্রমে একাদশ-দ্বাদশ শ্রেণীতে একাডেমিক পাঠদানের অনুমতি পায়।
যে কোনো শিক্ষার্থীদের জ্ঞান আহরণের জন্য এ প্রতিষ্ঠানটি হতে পারে একটি আদর্শ শিক্ষালয়।বর্তমান প্রতিযোগিতামূলক এই সময়ে নিজেকে তথা শিক্ষার্থীকে এগিয়ে রাখার জন্য এ প্রতিষ্ঠানের বিকল্প নেই।পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আধুনিক,সৃজনশীল ও তথ্য প্রযুক্তি নির্ভর পাঠদানের মাধ্যমে এগিয়ে নিয়ে আসে এ প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষা সপ্তাহ পুরষ্কারসহ, আধুনিক শিক্ষা, আলোকিত জাতি, সংস্কৃতি ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে উপজেলার শীর্ষে রয়েছে এ স্কুল এন্ড কলেজ।
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফলে এবার জেলার সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে পেলে টপ টেন’এ অবস্থান করছে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।যা সত্যি প্রশংসনীয়।
তারই ধারাবাহিকতায় গত ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭৭ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাশ করে ৬৩ জন। শতকরা পাশের হার ছিল ৮১.৮২%।যা জেলার সপ্তম এ অবস্থান।
কলেজ স্বীকৃতি পাওয়ার পেছনে যাদের অবদান অনস্বীকার্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গর্ভনিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব এ জে এম গিয়াসউদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এ টি এম শামসুদ্দিন চৌধুরী,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ ইউছুপ।
রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইউছুপ জানান,অধিকাংশ ভর্তিকৃত শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়া ও মহিলা। অনগ্রসর প্রতিকূল পরিবেশে, প্রান্তিক জনগোষ্ঠী, উপকূলে একদল চৌকস মেধাবী তরুণ শিক্ষক, পরিচালনা পর্ষদ এর ঐকান্তিক প্রচেষ্টায় এ শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আজকের এই অবস্থানে আমাদের ফলাফল। তার জন্য এলাকাবাসী ও সর্বোপরি সকল মহলের কাছে অত্র স্কুল এন্ড কলেজ প্রশংসার দাবীদার হয়ে উঠছে।
তিনি আরও জানান, সরকারী ভাবে পাঠদানের অনুমতি পাওয়ার পর প্রথম রেজাল্টে শীর্ষে আমরা। আগামী দিনগুলোতেও আমরা আমাদের শিক্ষক পরিবার নিয়ে একসাথে কাজ করে এর সাফল্য অব্যাহত রাখতে চাই।
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গত ২০২২ সালের ১৮ ই জুলাই তারিখের সরকারি এক প্রজ্ঞাপনে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন স্কুলকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়। তার মধ্যে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ একটি।