মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ২০২৩ রিম ঝিম বৃষ্টিমুখর সন্ধ্যায় পর্যটন নগরি কক্সবাজারেসাগরিকা রোস্তোরাঁয় অনুষ্ঠিত হল এক জমজমাট শারদ সাহিত্য আড্ডা।দিল্লি থেকে কক্সবাজার সৃষ্টি হল সাহিত্যের এক অপূর্ব মেলবন্ধন।আড্ডায় যোগ দিলেন সুদূর দিল্লি থেকে আগত কবি প্রণব দত্ত (কনসালটেন্ট ইন্টাপ্রেটার (বাংলা) লোকসভা), কবি প্রাণজি বসাক (রেজিস্টার, আই টি, যুধপুর, রাজস্থান) ও কবি পীযূষ বিশ্বাস (সম্পাদক-দেহলিজ ও আ ই বি এম-এসোসিয়েট ডাইরেক্টর)। আড্ডায় সভাপতিত্ব করেন কবি-গবেষক আলম তৌহিদ।সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি মানিক বৈরাগী। বত্তৃতা, কবিতা আবৃত্তি ও আলোচনায় আড্ডা হয়ে ওঠে প্রাণবন্ত। অতিথি কবিদের মুখে জানা গেল দিল্লিতে ২০ লক্ষ বাঙালি বাস করেন। সেখানেও বাংলা সাহিত্যের চর্চা হয়।তারাই মূলত বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করেন।কক্সবাজারের কবি-সাহিত্যিক-সাংস্কৃতিকজনদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা দেখে অতিথিরা মুগ্ধ হন। তারা বলেন, কক্সবাজার সম্প্রীতির শহর। কেবল মাত্র সাহিত্য-সংস্কৃতির চর্চা এই সম্প্রীতিকে টিকিয়ে রাখতে পারে।
আড্ডার এক পর্যায়ে কবি প্রাণজি বসাক তার রচিত ‘রূপবৃত্তে ছায়াবৃত্তে’ কাব্যটির একটি করে কপি উপহার দেন কক্সবাজার অ্যাকাডেমি ও সত্যেন সেন শিল্পগোষ্ঠীকে। কক্সবাজার অ্যাকাডেমির পক্ষে বইটি গ্রহণ করেন আলম তৌহিদ এবং সত্যেন সেন শিল্পগোষ্ঠীর পক্ষে বই গ্রহণ করেন খোরশেদ আলম।
আড্ডায় উপস্থিত ছিলেন কবি লেখক সংস্কৃতি কর্মী- আলম তৌহিদ-কবি-গবেষক, খোরশেদ আলম, সভাপতি সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, মানিক বৈরাগী-কবি, বদরুল ইসলাম বাদল- প্রাবন্ধিক, কমরেড কলিম উল্লাহ – সদস্য, খেলাঘর কেন্দ্রীয় কমিটি, মির্জা জসিম উদ্দিন – কবি, সাধারণ সম্পাদক জেলা খেলাঘর আসর, রেজাউল করিম আজিম – কথাসাহিত্যিক, প্রশাসনিক কর্মকর্তা, মনির মোবারক – কবি, সাধারণ সম্পাদক সত্যেন শিল্পী গোষ্ঠী, জয়নাব রহমান জুঁই – আবৃত্তি শিল্পী. নাইম আহমদ – কবি, পলাশ দাশ – কবি, আফিফা ইয়াসের উলফা- কবি, ওমর ফারুক ইমন – সংস্কৃতি কর্মী, মোহাম্মদ সেলিম রেজা প্রমূখ।
৬সেপ্টেম্বর ২০২৩