ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ সম্মানের সঙ্গে নানা কর্মসুচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দিবসের শুরুতে চকরিয়া উপজেলা পরিষদে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, চকরিয়া থানার ওসি তদন্ত অরূপ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারহান তাজিন, চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নজরুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি।
অপরদিকে একইদিন সকাল ১১টায় সাহারবিল ইউনিয়নের রামপুরে চকরিয়া উপজেলা, মাতামুহুরী ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ গোটা বাঙালি জাতির জন্য অনুপ্রেরণা। ১৯৭১ সালের ৭ মার্চ বিশ্বনন্দিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অলিখিত ভাষণের মাধ্যমে বাঙালির হৃদয়ে প্রবেশ করেছিলেন। তিনি জনতার মনের ভাষা বুঝতে পেরেছিলেন। তাই তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকেই বাংলার জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ বাঙালি জাতি পাকিস্তানি শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে আনে লাল-সবুজের পতাকা।
এদিন সকাল দশটায় আওয়ামী লীগের উদোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাংবাদিক মিজবাউল হক, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক মেম্বার, মাষ্টার আজম খান, নুরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আরহান মোহামম্মদ রুবেল, ছাত্রলীগ নেতা মিছবা উদ্দিন বাপ্পী।
চকো/জে