মহেশখালী ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির মালিক রফিকুল ইসলাম বকুল’কে ১কেজি ২২০গ্রাম স্বর্ণ সহ গ্রেফতার করেছে, শাহ আমানত আন্তর্জাতিক এয়ারফোর্টের কাস্টমস কর্মকর্তরা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মুল্য ধরা হয়েছে ১কোটি ২২লক্ষ টাকা।
চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী মিড়িয়ার উপস্থিতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করার সময় ওই যাত্রীর ব্যাগে স্বর্ণের উপস্থিতি ঠেরপাই। পরে তল্লাশি করে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। যার ওজন ১২২০ গ্রাম।
অভিযুক্ত রফিকুল ইসলাম বকুলের বাড়ি মহেশখালী উপজেলা বড় মহেশখালী মিয়াজীর পাড়া। তার পিতা জব্বার মেম্বার।তিনি বেশ কয়েকদিন ধরে কর ফাঁকি দিয় স্বর্ণ চোরাচালান করে আসছে। আজকে ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্ব থাকা কাস্টমস অফিসারের নিকট ধরা পড়েন। রফিকুল ইসলাম বকুল নিকট উদ্ধারকৃত ১কেজি ২২০গ্রাম স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি তার বিরোদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়ার জন্য,শুক্রবার বিকাল ৪টার সময় পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
চকো/জে