যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহ সফর শেষে নিজ নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ায় প্রত্যাবর্তনে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।
এ উপলক্ষে গতকাল শনিবার কয়েক হাজার চকরিয়া-পেকুয়াবাসী তাঁকে বরণ করে চকরিয়ার পহরচাঁদা মাদ্রাসার সম্মুখস্থ গোলচত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়।
সমাবেশে সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।
সমাবেশে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাবেক সহ-সভাপতি সরোয়ার আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন জিয়া,
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুহসীন বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন,
চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ-উল-হক সহ নেতৃবৃন্দ।