২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণকারী লক্ষ লক্ষ বাঙালির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিনের সভাপতিত্বে কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং, সহ সভাপতি উখিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অজিত দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া, অধ্যাপক গোপাল বাবু প্রমুখ।
চকো/জে