করোনা নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।
১১আগস্ট (বুধবার) দুপর, ১২টার দিকে নগরীর অক্সিজেন মোড়ে দিনব্যাপি এই কর্মসূচির উদ্বোধন করেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম।
এসময় সাধারণ পথচারী, রিকশাচালক, পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সচেতনমূলক নির্দেশনা দেয়া হয়।
মাস্ক বিতরণের সময় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই বায়েজিদ) মঞ্জুর হোসেন সহ বায়েজিদ এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।