করোনা কারনে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর দেশের স্কুল কলেজসমূহ ১২ সেপ্টেম্বর থেকে খুলছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এখন ধোয়া মুছার কাজ শুরু হয়েছে।
পুনরায় ক্লাস শুরুর বিষয়ে এখনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। তবে শিক্ষার্থীদের ধাপে ধাপে শ্রেণিকক্ষে ফেরানো এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধির নির্দেশনা মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন শিক্ষা কর্মকর্তারা।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস নেওয়া যায় সে বিষয়ে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণে রাখার পরিকল্পনাও রয়েছে সরকারের।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি ‘অনুকূলে’ না আসায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়েছে।
ইতোমধ্যে সংক্রমণের মাত্রা কিছুটা কমে আসায় শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনি আগামী ১২ সেপ্টম্বর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন।
শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্ধারিত তারিখেই ক্লাস শুরুর আশা প্রকাশ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাসের চিন্তা করা হচ্ছে।
: নিজস্ব প্রতিবেদক
স্বস্তি