ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন ধরনের সবিাজর দাম বেড়ে ক্ষেত্র বিশেষে দ্বিগুণ হয়ে গেছে। ভোক্তারা জানান, এক মাস আগে ঢেড়শের কেজি ছিল ৪০ থেকে ৬০ টাকা। সেটার দাম এখন চাইছে ১১০ টাকা কেজি।
কুমড়ার দাম গত মাসে কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায়।
করলার দামও মাসের ব্যবধানে ৫০-৬০ টাকা থেকে বেড়ে কেজি প্রতি ১০০-১২০ টাকায় দাঁড়িয়েছে। টমেটো প্রতিকেজি ১৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৬০ টাকা।
এক মাস আগের তুলনায় বেগুন প্রতিকেজি ১০০-১৪০ টাকা থেকে বেড়ে হয়েছে কেজি ১৮০-২০০ টাকা। শিম প্রতি কেজি ৬০-৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০-১৬০ টাকা।
এ কারণে নিম্ন ও স্থির আয়ের পরিবারগুলো ব্যাপক সংকটের মুখে পড়েছে। এক রিকশাচালক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “”মাংস এবং মাছ ইতিমধ্যেই আমাদের জন্য অনেক দামী হয়ে গেছে। শাকসবজিও যদি অযোগ্য হয়ে যায়, তাহলে আমরা কী খাব?”
নতুন সরকার সবজির দাম বৃদ্ধির ব্যাপারে উদাসীন বলে অভিযোগ ভোক্তাদের। তাদের মতে, সরকার কাঁচা বাজারে কিছু অভিযান চালানো ছাড়া কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।
ব্যবসায়ীরা দাম বৃদ্ধির জন্য গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি এবং কিছু সবজি চাষী জেলায় আকস্মিক বন্যাকে দায়ী করলেও ভোক্তাদের অভিযোগ দাম বাড়ার পেছনে মূল কারণ সিন্ডিকেট।
সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে না দিলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে না বলে ভোক্তারা মনে করেন।