বান্দরবানের লামায় ১৫০ লিটার চোলাই মদ সহ বাসের চালক ও হেলপার কে আটক করেছে লামা পুলিশ।
আটকৃতরা হলেন, বাসের চালক জালাল উদ্দিন (৪৫) ও হেলপার শাহজাহান (২৬)। সোমবার দুপুর ১২ টায় লামা চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
লামা উপজেলার থেকে যাত্রীবাহী একটি বাস ৩০/৩৫ জন যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল। বাসের লাইসেন্স নাম্বার চট্টমেট্রো ব-১১-০৫৪১। বাসটি ইয়াংছা নামক স্থানে গেলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করে হয়।
এ বিষয়ে ইয়াংছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জি.এম নেয়ামত জানান, লামা-ইয়াংছা সড়ক হয়ে মদ পাচারকালে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীতে তল্লাশি চালিয়ে ১৫০ লিটার মদ ভর্তি বস্তা উদ্ধার করে। এসময় বাসের চালক জালাল উদ্দিন, হেলপার শাহজাহান নামের দুই জনকে আটক করে লামা থানায় প্রেরণ করা হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।