পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে ভি জি এফের চাল বিতরণ করা হয়েছে পরিষদ হল রুমে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালবেলা ২ হাজার ৩শত’টি অসহায়-দুস্থ পরিবার মাঝে ১০ কেজি করে চাল করে বিতরণ করা হয়। পবিত্র ঈদুল ফিতর উদযাপন ২০২৪ উপলক্ষ্যে বরাদ্দকৃত চাল কার্ড ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা হতে বিভাজন করে তালিকা দাখিল করে ইউপি চেয়ারম্যান ও সদস্য’কে পত্র প্রদান করে এই চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাফায়েত হোছাইন ছোটন, ইউপি সচিব বাবু কাজল কান্তি দাশ,মহিলা ইউপি সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদা,ইউপি সদস্য এবং দলীয় নেতাকর্মী লামার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।
বিতরণের সময় ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, ইউনিয়নে ভিজি এফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। ভিজি এফ কার্ডপ্রতি মিলবে ১০ কেজি করে চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতি দরিদ পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছে। ফাইতং হতদরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি চাল সবাই যেন সঠিক ভাবে পান সেই ভাবে তদারকি করা হচ্ছে। ট্যাগ অফিসার লামা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,ফাইতং ইউনিয়নেই মনিটরিং কাজ করছি ।
এখানে কোনো ওজনে ও অন্য ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে এখনো পর্যন্ত কোনো অনিয়ম হয়নি। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বলেন, ঈদের দিন যাতে খেটে খাওয়া মানুষগুলা সুস্থ ভাবে ঈদ করতে পারে। মনের আনন্দে খাবারের টেনশন দূর করার জন্যই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে যারা কার্ডের চাল পেয়েছে, তারা অত্যন্ত খুশি পরিবার বর্গ নিয়ে আনন্দের সহিত ঈদ কাটাবে বলে জানায় কৃষকের নতুন ধান আসার আগে অসহায় মানুষদের কাছে ১০ কেজি চাল পাওয়া একটা অত্যন্ত আনন্দের বিষয়।সুস্থ ও সুন্দরভাবে চাল বিতরণ হচ্ছে এতে কোন কারো অভিযোগ নেই। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ, আনন্দে ভরে উঠুক সকল ধর্ম প্রাণ মুসলমান ভাই সকলের। ধনী,গরিব, সবাই মিলে ঈদ করি। উপজেলা চেয়ারম্যান হিসেবে ৫ বছর আপনাদের সেবা দিয়েছি আগামী’তে উপজেলা নির্বাচন চেয়ারম্যান প্রার্থী হয়েছি সেই হিসাবে সকলের কাছে দোয়া চাই।
চকো/জে