নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামু বাইপাস এলাকা থেকে কক্সবাজার আসার পথে পিকআপ ভর্তি সেগুন কাঠের দরজার আটক করছে কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ টিম।
৭সেপ্টম্বর (মঙ্গলবার )বিকালে কক্সবাজার উত্তর বন বিভাগ এর বিশেষ টহল দলের ওসি একেএম আতা এলাহীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে
সেগুন কাঠের তৈরি দরজার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় জব্দ করে কক্সবাজার বিভাগীয় দপ্তরে নিয়ে আসা হয়।যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৩লক্ষ টাকা হতে পারে। পরিবহন কালে ১ একটি পিকআপ আটক করা হয় ।
রেঞ্জ কর্মকর্তা এ,কে এম আতা এলাহী জানান, দেশের বিভিন্ন জায়গায় পাচারের জন্য অবৈধভাবে জমা করে রাখা বেশ কিছু তৈরিকৃত দরজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে রামু বাইপাস থেকে পাচারকালে আটক করি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে আটককৃত কাঠ ও বহনকৃত গাড়ি কক্সবাজার বন বিভাগ কার্যালয়ে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম জানান,পাচারকারি যতই শক্তিশালী হউক না কেন আমরা তাদের প্রতিহত করবো। বনবিভাগের একটি গাছও আমরা কাঠ খেকোদের হাতে যেতে দিব না। আমাদের চৌকস কর্মকর্তরা সবসময় মাঠে কাজ করছে ।
১৯২৭ সালের বন বিভাগের আইনে অবৈধভাবে কাঠ পাচার শাস্তিযোগ্য অপরাধ।