যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সিএনএনের করা প্রাথমিক বুথফেরত জরিপে যে তথ্য উঠে এসেছে:
বর্তমান পরিস্থিতে সন্তুষ্ট নন দেশটির তিন-চতুর্থাংশ ভোটার। অপরদিকে মাত্র এক-চতুর্থাংশ ভোটার দেশের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট।
বুথফেরত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ভোটারের ৪ জনই যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট। আর ১০ জনের ৩ জন বলেছেন, তাঁরা দেশের বর্তমান হালচালে ক্ষুব্ধ। মাত্র এক-চতুর্থাংশ দেশের পরিস্থিতিতে উৎসাহ ও সন্তোষ প্রকাশ করেছেন।
সূত্র: প্রথম আলো
সিবিএস এর করা বুথফেরত জরিপ যা বলছে:
গণতন্ত্র আর অর্থনীতির মত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখেই এবার ভোট দিয়েছেন নাগরিকরা।
ভোট দেওয়ার পরে কেন্দ্র থেকে বের হওয়া ভোটারদের সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যম সিবিএস। ভোটাররা কোন বিষয়কে মাথায় রেখে কাকে ভোট দিয়েছেন, আর তাতে কার পাল্লা ভারী হচ্ছে, সেটি জানার চেষ্টা করেছে সিবিএস।
এক্সিট পোলে সিবিএস দেখেছে, হ্যারিসকে যারা ভোট দিয়েছেন, তারা গণতন্ত্রের দিকেই বেশি ঝুঁকেছেন। আর অর্থনীতির প্রশ্নে ট্রাম্পের দিকেই ঝুঁকেছেন বেশিরভাগ।
হ্যারিসের ভোটারদের মধ্যে-
. প্রতি দশজনে ছয়জন গণতন্ত্রকে প্রধান ইস্যু হিসেবে দেখেছেন।
. প্রতি পাঁচজনে একজনের কাছে গর্ভপাত গুরুত্বপূর্ণ বিষয়।
. অর্থনীতিকে বেছে নিয়েছেন প্রতি দশজনে একজন।
ট্রাম্পের ভোটারদের মধ্যে-
. অর্ধেক বলেছেন অর্থনীতি তাদের এক নম্বর সমস্যা।
. অভিবাসন ইস্যু বড় দেখেছেন প্রতি পাঁচজনে একজন।
. প্রতি দশজনের মধ্যে একজন বলছেন, গণতন্ত্র সম্পর্কে তারা সবচেয়ে বেশি যত্নশীল।
সূত্র: বিবিসি