মিয়ানমার তাদের নৌ সেনাদের হাতে নিহত এক বাংলাদেশী জেলের লাশ সহ অন্যান্য জেলেসহ ছয়টি ট্রলারের সবগুলো ছেড়ে দিয়েছে।
মিয়ানমার কর্তৃপক্ষ নিহত জেলের মরদেহসহ মোট ৫৮ জনের সবাইকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে।
বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি ছুড়ে মিয়ানমারের নৌবাহিনী। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরো দুজন।
জেলেরা ছয়টি ট্রলার নিয়ে মাছ শিকারের জন্য সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো এক সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।