কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পশ্চিমপাড়ায় লবণের মাঠ দখল বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (২ মার্চ) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে।
এঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, উপজেলার সোনাদিয়া এলাকায় একটি লবণ মাঠের মালিকানা দখল বেদখল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও শাহ আলম গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মাঝে গোলাগুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ঘরকুনো হয়ে পড়ে। এঘটনায় উভয় পক্ষের ১০ জনেরও বেশি আহত হন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে। মুলত দুই পক্ষ জায়গা বন্টনে বনিবনা না হওয়ায় এ সংর্ঘষ বাঁধে।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। এদের মধ্য একজন মারা গিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় এক পক্ষের ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চকো/জে