কক্সবাজারের মহেশখালী জেটিঘাটে মদসহ তিন নারী পুরুষকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৮ টায় স্থানীয়দের সহায়তায় মহেশখালী জেটিঘাট থেকে ১২ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, অং অং চেণ (৩৩) আয়নামে রাখাইন (৫০) ছোমা রাখাইন (২৮)। তারা সকলেই মহেশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ রাখাইন পাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি জানান, মহেশখালী ঘাটে চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।