দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, আলোচনাসভা ও ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপণ মহড়ার মধ্যে দিয়ে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় মহেশখালী উপজেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি উপজেলা অলিগলি প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপত্বিত করেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি তাজবির হোছেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউছার আহাম্মদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছলিম উল্লাহ খান, আওয়ামীলীগ নেতা মাহমুদুল্লাহ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ ও বেসরকারী উন্নয়ন সংস্থা রিক এর প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে মহেশখালী ফায়ার সার্ভিসের বিভিন্ন মহড়ার মধ্যে ছিলো-ভূমিকম্পের শব্দ তৈরীকরণে সাউন্ড সিস্টেম, কৃত্রিম ভুমিকম্প সৃষ্টির ক্ষেত্রে গাছে রশি লাগানো ও গাছ নড়ানো, কুড়ে ঘরের আগুন নির্বাপন, হোটেল এর আগুন নির্বাপন, উঁচু বিল্ডিং হতে স্ট্রেচারের সাহাযৌ ভিকটিম উদ্ধার, পেট্রোল পাম্পে আগুন নির্বাপন, গাছ হতে পাগল নামানো, বৃত্তের আগুন হতে হিটপ্রটেকটিভ স্যুট পরিধান করে ডেমি উদ্ধার, গ্যাস সিল্ডির দিয়ে ড্রামে আগুন নির্বাপনন ও অগ্নিনির্বাপনের বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন ইত্যাদি।
চকো/জে