মহেশখালী উপজেলায় ছোট মহেশখালী ইউনিয়নের দীর্ঘদিন যাবত অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে এক ব্যাক্তিকে জরিমানা করেছে, ভ্রাম্যমাণ আদালত।
২৯ শে অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মহেশখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা’র নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এতে একটি মার্কেট, টমটম গ্যারেজ ও বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হাতে নাতে ধরার দায়ে বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৯(২) ধারায় মালিক আরিফুল ইসলাম’কে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।পরে বিদ্যুৎ মিটার, তার রিমুভ করে জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী বিদ্যুৎ অফিসের ডিজিএম নাজমুল হাসান, মহেশখালী থানার এসআই মহসিন’সহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তা।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন,অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।
চকো/জে