চট্টগ্রামের সীতকুন্ডে লরির ধাক্কায় হাজী মো. শামসুল আলম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজী মো. শামসুল আলম সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা এলাকার বাসিন্দা।
শামসুল আলমের ছেলে রমজান আলী বলেন, বাবা সকালে স্থানীয় ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।
বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই বৃদ্ধকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।###