চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামে পূজার আসনে প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হয়ে শিল্পী নন্দী (৫৫) নামে এক গৃহবধূর মত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্থানীয় হরিমোহন নন্দীর বাড়ির পরিমল নন্দীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পূজার আসনে প্রদীপ জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা বলেছেন আসনে পুজা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিল্পী নন্দীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’