মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক গ্যারেজ মালিকের মৃত্যু হয়।
শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী নবীর হোসেনের বড় ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে রাশেদুল ইসলামের ছোট ভাই বিশাল হোসেন জানান, রাত ১টার দিকে গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদুল ইসলামের এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর কাছে শোকের ছায়া নেমে এসেছে।