দৈনিক চকোরী পত্রিকার সম্পাদক প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন বলেছেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা হচ্ছে সংবাদ মাধ্যমের অন্যতম ভিত্তি। এই মূল ভিত্তির উপর পরিচালিত হতে গিয়ে গত ত্রিশ বছর ধরে দৈনিক চকোরীকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তথাপি এই পথ চলায় আমাদের নৈতিক স্খলন নেই। পাঠক হচ্ছে একটি পত্রিকার প্রাণ। পাঠক প্রিয়তা অর্জন করতে পাঠকের প্রতিদিনকার সুখ-দুঃখের অনুভূতিসমূহ পত্রিকার পাতায় আমরা সযতনে লালন করতে চাই। তিনি গতকাল সোমবার চকরিয়ার চিরিংগা বাণিজ্যিক এলাকায় দৈনিক চকোরীর নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন।
চকরিয়া কার্যালয়ের সহকারি সম্পাদক এডভোকেট ফয়জুল কবিরের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সরোয়ার আলম, চিরিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম ছালাহউদ্দিন ও জসীম উদ্দিন, চকরিয়া যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলাম, সুলাল ও লোটাস।