সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশের মাহাইল শাখার বঙ্গবন্ধু পরিষদের আংশিক কমিটি গঠিত হয়েছে।
গত ১২ জানুয়ারী সৌদি আরবের আছির প্রদেশ বঙ্গবন্ধু পরিষদ এ কমিটির অনুমোদন দেয়।
উক্ত কমিটিতে হাজ্বী মোহাং সেলিম উদ্দিন সভাপতি, আজিজুল হক আজিজ সাধারণ সম্পাদক ও নাজেম উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে বঙ্গবন্ধু পরিষদ আছির শাখার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এস. এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আজাদ রহমান স্বাক্ষরিত ওই কমিটি অনুমোদ দেওয়া হয়। উল্লেখ্য যে, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে বঙ্গবন্ধু পরিষদ মাহাইল শাখার নব নির্বাচিত সভাপতি হাজ্বী মোহাং সেলিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সৌদি আরবে অবস্থানরত এক ঝাঁক রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।
কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী এক মাসের মধ্যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি সভাপতি করা হবে।