কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী পাগলির বিল ও উচিতায় অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন ও বালির ট্রাক যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্টরা। এসময় সরকারি বনে নির্মিত একটি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ এই অভিযানের নেতৃত্বে ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন।
তিনি বলেন, পাহাড় কাটা, বালি পাচারের বিরুদ্ধে আমাদের এই অভিযান। ট্রাকে করে বালি ও মাটি পাচারের একটি পথ বন্ধ করে দেয়া হয়েছে এছাড়াও বনে অবৈধভাবে গড়ে উঠা একটি স্থাপনাও উচ্ছেদ করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, অবৈধভাবে বালি ও মাটি পাচারের একটি রাস্তা স্থায়ীভাবে পিলার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। উক্ত এলাকার বিভিন্ন স্পটে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়। অবৈধ কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।