সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক পেলেন কক্সবাজারের ৭ সাংবাদিক।
রবিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ কে উন্নত জীবন দিয়েছেন, কক্সবাজারকে বদলে দিয়েছে আর মানুষের জীবন বদলে যাওয়ার গল্পগুলো তোলে ধরতে সাংবাদিকদের আহবান জানান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, বিএফইউজের সাবেক সদস্য আয়াছুর রহমান।
পরে ৭ সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদান পাওয়া ৭ সাংবাদিক হলেন, চ্যানেল আই কক্সবাজারের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, ডিবিসি ও বিডি নিউজের কক্সবাজার প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক রুপসী গ্রামের স্টাফ রিপোর্টার শাহ নিয়াজ আহমেদ, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন মোহাম্মদ ফরাজ,চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন মোহাম্মদ রাসেল।