আগামী ২৮ নভেম্বর তৃতীয়ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৬ ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ। মঙ্গলবার ২৬ অক্টোবর দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।
আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্যে পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নে নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন পেকুয়া সদর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীণ সাংবাদিক জহিরুল ইসলাম, বারবাকিয়া ইউনিয়নে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য জিএম আবুল কাশেম, মগনামা ইউনিয়নে আওয়ামীলীগের সহসভাপতি মো: নাজেম উদ্দিন, রাজাখালী ইউনিয়নে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিকদার বাবুল, শিলখালী ইউনিয়নে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজিউল ইনসান ও উজানটিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এটিএম শহিদুল ইসলাম চৌধুরী।
প্রসঙ্গত: গত ২০ সেপ্টেম্বর পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের মধ্যে অপর ইউনিয়ন টইটং ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।##