পেকুয়ায় বনবিভাগের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ আকাশমনি চেরাই কাঠসহ তিনটি ট্রলি জব্দ করছে বনবিভাগ। এসময় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক।
রবিবার (২১ এপ্রিল) ভোর ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থেকে আসা চোরাইকৃত আনুমানিক ১০০.০ ঘনফুট আকাশমনি চেরাই কাঠ সহ তিনটি ট্রলি অবৈধভাবে পাচার কালে পেকুয়ার সীমান্ত ব্রীজ এলাকায় জব্দ করেন বনবিভাগ।
অপর দিকে আজ দুপুর আড়াইটার দিকে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার নির্দেশে,গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার হারবাং এলাকা থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ আকাশমনি বল্লী সহ একটি ট্রলি গাড়ি পেকুয়ার সালাহউদ্দিন ব্রীজ এলাকায় জব্দ করে পাহাড়চান্দা বিটকর্মকর্তা ও স্টাফ।
এ বিষয়ে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক এ প্রতিবেধকে জানান, প্রতি বছর মৌসুম শুরুতেই গাছ, বালু,পাহাড় খেকোদের গভীর ষড়যন্ত্রের মোকাবিলা করে বনবিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারই ধারাবাহিকতায় আমাদের অগ্রসর হতে হচ্ছে। আজ একদিনে বারবাকিয়া রেঞ্জের আওতায় দুইটি সফল অভিযানে চারটি ট্রলি গাড়িসহ বিপুল পরিমাণ চেরাই কাঠ ও আকাশমনি গাছ জব্দ করি। গাড়ি ও গাছ বারবাকিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।
এবিষয়ে তিঁনি আরো জানান, নিয়মিত অভিযান পরিচালনা করায় ইতিমধ্যে বিভিন্ন বালুখেকো, পাহাড় ও পরিবেশ ধ্বংস কারীরা আমার বিরুদ্ধে ভিবিন্ন সুকৌশলে ষড়যন্ত্রে নেমেছে। জব্দ কৃত গাছ ও ট্রলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বন ও পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
চকো/জে