কক্সবাজারের পেকুয়ায় খেলার ফাঁকে পুকুরের পানিতে ডুবে মারা গেলো আড়াই বছর বয়সী সুমাইয়া জান্নাত নামের এক শিশু।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির পশ্চিম জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই এলাকার কৃষক আরিফুল ইসলামের কন্যা।
নিহতের স্বজন হেলাল উদ্দিন বলেন, সুমাইয়া অন্য শিশুদের সঙ্গে উঠানে খেলছিল। বাবা ধানি জমিতে কাজ করছিল। মা রান্না কাজে ব্যস্ত ছিল। খেলার ফাঁকে কোন এক সময় সে পুকুরে পড়ে যায়।
খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে মা জায়না বেগম তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সুমাইয়ার করোন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের বিষয়টি ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম নিশ্চিত করেছেন।