কক্সবাজারের পেকুয়ায় চার দিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায় পাঁচ বছর বয়সী আব্দুল্লাহ। হাবাবোবা মামার সঙ্গে সখ্যতা তার বেশি।
সেই মামার সঙ্গে বিলে ঘাস কাটতে যায় আব্দুল্লাহ। মামা ঘাস কাটার কাজে ব্যস্ত ছিলো। এ সময় খেলার ফাঁকে লবন রাখার কুয়ায় (মিনি পুকুর) পানিতে ডুবে করোন মৃত্যু হয় তার।
গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সদর ইউনিয়নের সাবেকগুলদী এলাকার জহির উদ্দিনের ছেলে।
নিহতের চাচা এম এ রহিম বলেন,কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায় আব্দুল্লাহ। মামার সঙ্গে সকালে বিলে গরুর ঘাস কাটতে যায় সে। ঘাস কাটা শেষে আব্দুল্লাহকে সেখানে ভুলে রেখে বাড়িতে চলে আসে তার মামা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি পুকুরে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।
এদিকে শিশু আব্দুল্লাহর করোন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।