পেকুয়ার মগনামায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে মগনামার শুদ্ধখালী পাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে মঞ্জুর আলম,আজিম উদ্দিন ও রফিক আহমেদর বসতবাড়ি।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ আগুন লাগলে সবাই এগিয়ে আসেন। কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে সবকিছু পুড়ে যায়। তখন বাতাসের গতিও ছিল বেশি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় হতাহত হয়নি কেউই।
আজিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাপত্র, স্বর্নালংকার পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পেকুয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপন করায় আশপাশের অসংখ্য বসতবাড়ি আগুন থেকে রক্ষা পেয়েছে।
মগনামা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন,মঞ্জুর আলমের বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে মুহূর্তের মধ্যে ৩টি বসতবাড়ি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।