কক্সবাজারের পেকুয়ায় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মানহানিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে গ্রেপ্তার প্রতারক নাজিম উদ্দীনকে (৫৩) পাঁচদিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার (১৩ সেপ্টেম্বর) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মগনামা ইউনিয়নের রঙ্গী খালের পূর্ব কূল এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে মহিউদ্দিন বাদী হয়ে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রতারক নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ। পরে মামলার তদন্তভার দেয়া হয় কক্সবাজার ডিবিকে। নাজিম উদ্দীন মগনামা ইউনিয়নের চান্দার পাড়া এলাকার মৃত বশির আহমদের ছেলে।
মামলার বাদী মহিউদ্দিন বলেন, নাজিম উদ্দীন একজন চিহ্নিত প্রতারক। জালিয়াতি ও মিথ্যা তথ্যের কূটকৌশলে সে নানা শ্রেণীপেশার লোকজনকে হয়রানি করে আসছে। তার সর্বশেষ শিকার আমার ভাই আওলাদ হোসেন মোঃ জুনাইদ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিচার বিভাগে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা তথ্য দিয়ে সম্প্রতি আদালতে একটি চুরির মামলায় ম্যাজিস্ট্রেটকেই আসামি করেছেন প্রতারক নাজিম উদ্দীন। বিষয়টি নিয়ে মিথ্যা তথ্য সম্বলিত করে তিনি স্থানীয় সংবাদপত্রে একটি নিউজ করান। এই প্রতারক তার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে আমার ভাই ম্যাজিস্ট্রেট জুনাইদের বিরুদ্ধে মানহানিকর তথ্য-উপাত্ত তৈরি করে বিভিন্নজনের মোবাইলে ছড়িয়ে দেন। পেকুয়া চৌমুহনী স্টেশনের হাসনাত কম্পিউটার নামের একটি কম্পিউটারের দোকানে বসে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মিথ্যা, অপমানজনক ও বিদ্বেষপূর্ণ তথ্য সম্বলিত কাগজ ও ইমেজ কার্ড তৈরি করে ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সুজন বড়ুয়া বলেন, তদন্তের স্বার্থে মামলার একমাত্র আসামী নাজিম উদ্দীনের পাঁচদিন রিমান্ড আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।