কক্সবাজারের পেকুয়ায় ছাতার নলের ভিতর করে অভিনব কায়দায় ইয়াবা পাচার কালে রোহিঙ্গা এক যুবককে আটক করেছে পুলিশ।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার টইটং সিমান্ত ব্রীজ এলাকায় চেক পোস্ট বসিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলীর নেতৃত্বে তাকে আটক করা হয়। এসময় তার ছাতার নল থেকে ৪০০ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা যুবকের নাম মো.মুজিবুর রহমান(২৪) । সে কুতুপালং ৭ নং ক্যাম্প এলাকার মো.সালামের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টইটং সীমান্ত ব্রীজে চেক পোস্ট বসিয়ে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।