পেকুয়ায় রাজাখালী ইউনিয়েনের দশেরঘোনা পাড়া ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়েছে।
আজ (২৭ মে) সোমবার দুপুর আনুমানিক আড়াই টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা পাড়া এলাকায় পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ জোয়ারের পানির স্রোতে ভেঙ্গে যায়। এরফলে ওই গ্রামের আশপাশের বাড়িতে পানি ঢুকে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ।
এদিকে গতকাল রাত নয়টার দিকে ঝুকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে যান বান্দরবান পানি উন্নয়ন বোর্ড়ের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী। আজ বিকেলে ভেঙে প্লাবিত হওয়া বেড়িবাঁধের বিষয়ে জানতে তার সাথে কথা হলে তিঁনি জানান, স্থানীয় একটি সিন্ডিকেট মাছ ঘোনার কাজে ব্যবহ্নত নাসী এটি। তারা অবৈধ ভাবে এটি নিয়ন্ত্রণ করে। এছাড়া ঝরাঝীর্ণ নাসী হওয়ায় সাগরের পানির স্রোতে মাটি সরে গিয়ে বেড়িবাঁধ ভেঙে ভিতরে পানি ডুকে পড়েছে। তাদের সাথে কথা হয়েছে এবং এ বিষয়ে রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদারের সাথে কথা হয়েছে। দ্রুত এটি তারা সরিয়ে নিবে এবং ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার করে দিবে।
এই বিষয়ে রাজাখালী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাদশা জানান, স্থানীয় কিছু লোকের
মাছ ঘোনার ব্যক্তিগত কাজে ব্যবহ্নত নাসী টি। তাদের অবেহেলার কারণে আশ পাশের মানুষ কষ্ট পাচ্ছে। তবে প্রতিশ্রুতি দিয়েছে শীগ্রই তারা এটি মেরামত করে দিবেন।
স্থানীয়দের দাবী রাতের মধ্যেই ভেঙে পড়া অংশ মেরামত করা না হলে বড় ধরনের আশংকা বিরাজ করছে।
চকো/জে