কক্সবাজারের পেকুয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ও গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচীর আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)আবু তাহের,সহকারী কৃষি কর্মকর্তা সবুজ কান্তি ধর উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ রাসেল বলেন,সরকার আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল আমন ধানের চাষ সম্প্রসারণের লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছেন।
এরই ধারাবাহিকতায় এ মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নের ২৫ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয় ।
পরবর্তিতে প্রকল্পের আওতায়ভুক্ত কৃষকদের মাঝে মোবাইল ব্যাংকিংকের মাধ্যমে ১ হাজার টাকা প্রণোদনা প্রদান করা হবে।