কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মোহাম্মদ শোয়াইব (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈরাগীরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী শোয়াইব বৈরাখীরখিল এলাকায় ফিরোজ আহমদের ছেলে এবং ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় শোয়াইব। দীর্ঘক্ষন সময় পরেও বাড়ি ফিরে না আসলে পরিবার সদস্যদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে৷ একপর্যায়ে পরিবার সদস্য ও প্রতিবেশি লোকজন মিলে তল্লাশি করে পুকুরে ভাসমান অবস্থায় তাঁকে উদ্ধার করে।
তিনি বলেন, তাৎক্ষণিক পরিবারের লোকজন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন