পাকিস্তানের করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি একটি হামলায় চীনের দুই নাগরিক নিহত আর অন্তত ১০ জন আহত হয়েছে। এটি আত্মাঘাতী হামলা ছিল বলে ধারণা করা হচ্ছে।
সেখানে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি হামলাকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো তার পরিচয় জানা যায়নি।
পাকিস্তানে চীনের দূতাবাস জানিয়েছে, এটি ছিল সিন্ধ প্রদেশের একটি বিদ্যুৎ প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের বহনকারী গাড়িবহর লক্ষ্য করে চালানো একটি ‘সন্ত্রাসী হামলা।
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সেপারাটিস্ট বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে এই গোষ্ঠীটি এর আগেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।