আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ ফয়েজ মোহাম্মদ সামউনুল ইসলাম সুমন চশমা প্রতীকের সমর্থনে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১২ নভেম্বর চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার ও পশ্চিম বড়ভেওলা ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা মো.শহিদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর কাছ থেকে চেয়ারম্যান পদে চশমা প্রতীক গ্রহণ করেন প্রার্থী ওয়াহেদ ফয়েজ মোহাম্মদ সামউনুল ইসলাম সুমন। এরপর এদিন বাদে জুমা স্থানীয় জনসাধারণ, কর্মী-সমর্থক ও শুভানুধায়ীদের সঙ্গে নিয়ে ইলিশিয়া স্কুলমাঠ সংলগ্ন স্টেশনে চশমা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ সুমন।
নির্বাচনী অফিস উদ্বোধনকালে উপস্থিত থেকে বক্তব্য দেন ইরফান উদ্দিন চৌধুরী, মঈনুল ইসলাম চৌধুরী, শাহনেওয়াজ সহ অনেকে। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি, এলাকাবাসি, কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ ফয়েজ মোহাম্মদ সামউনুল ইসলাম সুমন চশমা প্রতীকের সমর্থনে সেখানে ব্যাপক গনসংযোগ ও জনগনের সঙ্গে কুশল বিনিময় করেন।
পশ্চিম বড়ভেওলা ইউপি নির্বাচনে এবারই প্রথম ইলিশিয়া মনুমিঞাজি পরিবারের সদস্য চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ ফয়েজ মোহাম্মদ সামউনুল ইসলাম সুমন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে নতুন নির্বাচনী ইশতেহার তুলে ধরেছেন।
তিনি গনসংযোগ উঠান বৈঠকে সর্বস্তরের জনগনের উদ্দেশ্যে ঘোষণা করেন, তিনি কাউকে হারানো কিংবা জেতানোর জন্য নয়, বরং তিনি এলাকার নির্যাতিত জনসাধারণকে সঙ্গে নিয়ে নিজে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনন্য উদাহরণ সৃষ্ঠি করবার জন্য নির্বাচন করছেন।
পাশাপাশি দীর্ঘদিনে অবহেলিত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনগনের দরজায় হাজির হয়েছে। তিনি ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ইউনিয়নবাসিকে চশমা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। ##