চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপোল চানখালী নদীর ওপর একটি ৬ লেনের ব্রীজ ও ১ কিলোমিটার এপ্র্রোচ সড়ক ও বাইপাস মোড়ে গোল চত্বর নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।
এই প্রকল্প এলাকায় ১৫টি লবণ কারখানার জমি অধি গ্রহণ করার জন্য ১০৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। ২ অক্টোবর (শনিবার) পটিয়া পল্লী বিদ্যুত সমিতি কার্যালয়ের সভা কক্ষে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী সাথে সওজের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদসহ জন প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হুইপ শামসুল হক চৌধুরী বলেন, সরকার এ মাসের মধ্যে ক্ষতিপূরণের টাকা প্রদান করবে এবং আগামী ১৫ নভেম্বরের মধ্যে বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হচ্ছে । এর মাধ্যমে দীর্ঘ এক বছরের জটিলতার অবসান হলো।
এদিকে জাপানের জাইকার অর্থায়নে ১৫০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প এলাকায় ১৫টি লবণ কারখানার জমি অধি গ্রহণ করার এজন্য সরকার ১০৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে বলে জানান তিনি। তবে স্থানীয় সুবিদা বোগিদের দাবী সরকারের যথাযত তদারকি না থাকলে বেশির ভাগ টাকা লুপাটের সম্ভাবনা থাকবে।