চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিকআপ চালক বিমল দাশ (৫৪) ও সহকারী নয়ন দাশ (৩৫)। তারা আপন চাচা-ভাতিজা। তাদের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারী চাগাচরে।
সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার পাইরোল কাজী এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আনিসুর রহমান জানান, দোহাজারীমুখী আরেকটি পণ্যবাহী গাড়ির পেছনে ধাক্কা দিলে বিমল দাশ ও নয়ন দাশ গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি (মিনি ট্রাক) হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
চাচা-ভাতিজার মৃত্যুর ঘটনায় মামলা করবেন না জানিয়ে স্বজনরা মরদেহ বুঝে নিয়েছেন বলে জানান আনিসুর রহমান।