কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সুদক্ষ শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে সম্ভব সব কিছু করা হচ্ছে। তিনি ২৯ আগস্ট’২৩ মঙ্গলবার সকাল ১১টায় সামার – ২৩ সেশনের ভর্তি মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দক্ষ মানব সম্পদ তৈরির কোনো বিকল্প নেই।
ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি, স্বাগত ভাষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বিশ্ববিদ্যালয়ে ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় রেজিস্টার অফিস জানিয়েছে, ভর্তি মেলার পরেও আরো কয়েকদিন শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফ্রন্ট ডেস্কে যোগোযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে এই ভর্তি মেলা। মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দেয়া হয় বিশেষ সুবিধা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিবিএ ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ মেলা উপলক্ষে আলাদা স্টল করে শিক্ষার্থীদের নানা রকম তথ্য প্রদান করে সহযোগিতা দেন।