কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির দীর্ঘ ৫৫ বছর পর প্রথম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) মাদ্রাসার প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে ভোটররা তাদের ভোট প্রয়োগ করছে। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট তিনটি অভিভাবক পদে ৬জন প্রতিদ্বন্ধী ভোট যুদ্ধে নেমেছে। নির্বাচনে ১২৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন প্রতিষ্ঠাতা পদে এডভোকেট হেলাল উদ্দিন,দাতা সদস্য পদে আবুল হোসেন শামা,শিক্ষক প্রতিনিধি পদে সহকারী অধ্যাপক সেলিনা পারভিন,সহকারী মৌলানা নুর মুহাম্মদ ও সহকারী শিক্ষক মঈনুদ্দিন।
অভিভাবক রেহেনা আক্তার, আবুল কাসেম বলেন,১৯৬৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে আর কোন ধরণের নির্বাচন হয়নি। প্রতিষ্ঠার পর এ ১ম পরিচালনা কমিটির ভোট হচ্ছে। আমরা নারী পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে আমরা খুশি।
সরেজমিন গিয়ে দেখা গেছে,নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে। ভোট দিতে শত শত নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আক্কাস বলেন,সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। অপ্রীতিকর যাতে কোন কিছু ঘঠাতে না পারে সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ নির্বাচন পরিদর্শনে এসেছেন। প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করছেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান।