নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সাবলীল অভিনয় দিয়ে এরইমধ্যে পেয়েছেন জনপ্রিয়তা। নতুন খবর হচ্ছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এ অভিনেতা সময় কাটিয়েছেন তাবলীগ জামাতে। সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন অভিনেতা চাষী আলম।
সম্প্রতি বিয়ে করেছেন চাষী আলম। বিনোদন অঙ্গনের অনেককেই দেখা গেছে। কিন্তু ‘ব্যচেলর পয়েন্টে’র কাবিলাকে (পলাশ) দেখা যায়নি হাবু ভাইয়ের (চাষী আলম) বিয়েতে। এতে ছড়িয়েছে নানা কথা। চাউর হয়েছে, পলাশকে না পেয়ে হাবুকে বিয়ে করেছেন তুলতুল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চাষী আলম।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কিছুদিন আগে পলাশ বাবা হয়েছেন। সন্তান জন্মের আগে সে নিয়ত করেছিল তাবলীগে যাবে। আমার বিয়ের দিন ভোরে সে তিন দিনের জন্য বাড়ি থেকে বের হয়। তাই পলাশ বিয়েতে আসতে পারেনি। আমার স্ত্রীকে ঘিরে এসব অবান্তর গুজবের প্রশ্নই ওঠে না।’
এদিকে সংবাদমাধ্যমকে পলাশ নিজেও নিশ্চিত করেছেন বিষয়টি। ২৪ আগস্ট তাবলীগে গিয়েছিলেন তিনি। সেখানে তিন দিন সময় দিয়ে ফিরেছেন ২৭ আগস্ট।
পলাশের তাবলীগে সময় দেওয়ার খবর সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এক ছবিতে দেখা গেছে, মসজিদের পাশে বসে পাঞ্জাবি-টুপি মাথায় সেলফি তুলছেন পলাশ। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছে।