কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা বাংলাবাজার এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে মালিকবিহীন ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৮ আগষ্ট) সকালে কক্সবাজার ৩৪ বিজিবির একটি অভিযানকারী দল এসব হেরোইন জব্দ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।তিনি জানান, বাস থেকে হেরোইন ভর্তি ব্যাগ উদ্ধার করা হলেও এর মালিককে শনাক্ত করা যায়নি। কৌশলে পালিয়ে গিয়েছে এসব হেরোইনের মালিক ।
বিজিবি’র পক্ষ থেকে এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এর কয়েকটি আগেও একই কায়দায় কক্সবাজারে হেরোইন পাচারের সময় বাস তল্লাশী চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল।