কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার খুরুশকুলের কুলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জসিম উদ্দিন (২৮), নুরুল ইসলাম রাকিব (২২), আব্দুল খালেক ওরফে রুবেল (২৭), মো. আলম মিয়া (২০), মো. আব্দুল্লা (২০), সাইফুল ইসলাম (২৩), রবিউল হাসান (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।
তিনি জানান, সংঘবদ্ধ একটি সশস্ত্র দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে অভিযান চালিয়ে সাত জনকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃতদের কাছ থেকে ১টি রামদা, ২টি কিরিচ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল ফোন, ৪টি সীম কার্ড এবং নগদ এক হাজার পঁচিশ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাতে আবু সালাম জানান, তারা একাধিক জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছেন । মূলত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো এরা।
এই চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।