ট্রেনের ছাদে ভ্রমন করার দায়ে ৩ জনকে আদালতে সোপর্দ করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।
১৮ অক্টোবর, সোমবার সকাল সোয় ১০টায় চট্টলা এক্সপ্রেস ফেনী স্টেশন যাত্রা বিরতি কালে ট্রেনের ছাদে বা ইঞ্জিনে অসংগত ভাবে ঝুঁকিপূর্ন অবস্থায় ভ্রমণের অভিযোগে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাজিমুদ্দিন(২১), সাগর (১৮) ও ইসমাইল (৫০)।
চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ ও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ আভিযান চলাকালে ফেনী স্টেশনে ছাদে ভ্রমণকালে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা নং ৪/২১ দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।