বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার টিকেট ছিনিয়ে আনলেন সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।
উল্লেখ্য যে অতীতে আরো দুই বার নৌকার টিকেট এনে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।
চলতি সালের ২৩ ডিসেম্বর ইভিএম এর মাধ্যমে টেকনাফ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এই নির্বাচনে টেকনাফ পৌরসভায় ৯ টি কেন্দ্রে ৮৩১২ জন পুরুষ ও৭৭৭৩ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।