কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি বিয়ারসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এপিবিএন পুলিশের সদস্যরা। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এফসিএন নম্বর ২৬৫১৩৫, ব্লক-ই/৮-এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে জানে আলম (১৯)। ২০ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর ।
তিনি বলেন, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সি ব্লক এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।