কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে উৎসবমুখর পরিবেশে টেকনাফ পৌরসভা ও ৫ নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
সাময়িক স্হগিত থাকা সেন্টমার্টিন ইউনিয়নসহ ২টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
৭ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা প্রতীক বরাদ্দ চলে এর মধ্যে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ১৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী ৬৫ জন সাধারণ ইউপি সদস্য ,২০ সংরক্ষিত মহিলা আসন এবং টেকনাফ পৌরসভায় ২০ জন কাউন্সিলর, ১০জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ইতোমধ্যে টেকনাফ পৌরসভায় বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, ৩,৬,৭,৮,নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে যথাক্রমে মৌলভী মুজিবুর রহমান,আবদুল্লাহ মনির,এহেতেশামুল হক বাহাদুর ও আমিরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫টি ওয়ার্ডের সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ও ৩টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন সুত্রে জানা গেছে।
টেকনাফ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৮৫ জন এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩ শত ১২ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৭ শত ৭৩ জন।
অপর দিকে বাহারছড়া ইউনিয়নে ১৯ হাজার ৯শত ৭৮ জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪৩ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৯ শত ৩৫ জন।
সেন্টমার্টিন ইউপিসহ ২ টি ইউনিয়ন পরিষদ ও ১ টি পৌরসভায় উল্লেখিত ভোটারেরা ২৭ টি কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায় প্রতীক পাওয়া প্রার্থীরা ৭ ডিসেম্বর হতে ২৪ ডিসেম্বর মধ্য রাত পর্যন্ত আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন