কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি মো. রাসেলকে গ্রেফতার করেছে।
আসামি রাসেল উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আবদুল গফুর ওরফে মলই গফুরের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান তথ্যটি নিশ্চিত করে জানান, শনিবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম সাবরাং সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা দায়ের হওয়ায় ওই আসামি দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উখেল্ল্য, আসামি রাসেলের বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা, মারামারিসহ মোট ৯টি মামলা রয়েছে।