কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে টিনের চাল কেটে আরিফ স্টোর নামের মুদি ও চায়ের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার টইটং ইউনিয়ন নাপিতখালী সিকদার পাড়া রাস্তার মাথা এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, নাপিতখালী সিকদার পাড়া রাস্তার মাথা অর্থাৎ নাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুদির দোকানের ব্যবসায়ী আরিফ প্রতিদিনের ন্যায় সোমবার রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে গিয়ে শাটার গেট খুলে দেখে টিন চাল কেটে তার দোকান থেকে একটি টিভি, পাঁচ হাজার টাকা মোবাইল রিচার্জ কার্ড, রিচার্জের সিম কার্ডসহ মোবাইল এবং বিভিন্ন মালামাল ও নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ১ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।
ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, আমি প্রতিদিনের ন্যায় গত রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে দিন সকালে দোকানে দরজা খুলে দেখি টিনের চাল কাটা। দোকানে কিছু মালামাল এলোমেলো হয়ে আছে। চুরের দল আমার দোকান থেকে একটি টিভি, রিচার্জ কার্ড, দোকানে বিভিন্ন মালামাল নিয়ে গেছে, এবং ক্যাশে রক্ষিত নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ১ লক্ষাধিক টাকা মালামাল নিয়ে গেছে চুরের দল।
তিনি আরো জানান, চোর আমাদের এলাকারই হবে। এখানে বাহির থেকে এসে চুরি করার সাহস পাবে না। এলাকার কিছু কিশোর গ্যাং ও চোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে। আমার দোকানের চুরির ঘটনায় নিরাপত্তাহীনতা আছি।
আমি পেকুয়া থানা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি।